ইউনিক আইডি রহস্য


NID কার্ডের মত সব স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা একটা আইডি দিবে, পরবর্তীতে বিভিন্ন কাজে এইটা লাগবে।এখন আইডি পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করতে হবে এবং সাথে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে।

প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করতেছি

কলেজ নোটিশ:
 ইউনিক আইডি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট করতেছে, অনেক কলেজে নোটিশ আসতছে।আমাদের কলেজেও নোটিশ আসবে এবং পরবর্তী করনীয় নিয়ে ইন-ডিটেইলস নির্দেশনা দিবে।


ফর্ম:
 ৪ পেইজের একটা ফর্ম পাব্লিশ করা হইছে।এইটা ডাওনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং কলেজের নির্দেশমত কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে(এখনো কোন নির্দেশনা আসেনি)।
ফর্ম লিংকঃhttps://drive.google.com/file/d/1806NyHDc7rPlLwlOrG2lh_Dmw1Qky2Ed/view?usp=sharing
 
 •খ-৪ এ ৫ম-১০ম এর রোল নাম্বার আর রেজাল্ট জানতে চাইছে।নরমালি সবার এই রোল নাম্বার গুলা মনে থাকার কথা না।মনে থাকলে ফিলাপ করো আর মনে থাকলে আন্দাজে একটা দিলেই হইল।
 •খ-৫ এ এসএসসির নাম্বার গুলা ফিলাপ করবা।
 
ডকুমেন্টস:
  ফর্মের সাথে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে।
 • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।( সাদা ব্যাকগ্রাউন্ডের চকচকা দুই কপি ছবি দিবা)
 • ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট
 • দুই কপি জন্মনিবন্ধনের ফটোকপি ( এইটা মাস্ট বি অনলাইন হতে হবে।কম্পিউটার প্রিন্টেড জন্মনিবন্ধন গুলা অনলাইন।হাতের লিখা গুলা এক্সপেট করবে না।যাদের অনলাইন নাই, তারা অনলাইন করাই নিও)
 • মা-বাবা দুইজনের এনআইডি আর জন্মনিবন্ধন (পেছনে মোবাইল নাম্বার লিখে দিতে হবে)
 • এসএসসির রেজিষ্ট্রেশনের ফটোকপি
 • এসএসসির সার্টিফিকেটের ফটোকপি
 • এসএসসির ট্রান্সক্রিপ্টেত ফটোকপি
 
[ এইক্ষেত্রে একটা প্যারা হচ্ছে কলেজে আমরা অলরেডি ট্রান্সক্রিপ্ট মেইন কপিটাই জমা দিয়ে  দিয়ে দিছি,।এখন আবার কোথায় পাবো?🤷‍♂️
কাউন্সিলরের সাথে এই ব্যাপারে কথা বললে তিনি এখনো কিছু জানেন না, জানাবেন বলেন।

এই হলো ইউনিক আইডির ব্যাপার স্যাপার।আর কিছু একটা শুনলেই এত হাইপার হওয়ার দরকার কি?কলেজ থেকে নোটিশ দিবে, ইন-ডিটেলস নির্দেশনা দিবে।তাই বৎস ধৈর্য ধরো।এখন যেইটা করতে পারো, ফর্মটা প্রিন্ট করে রেখে দাও, ডকুমেন্টস গুলা কালেক্ট করে রেখে দাও, আর নোটিশের অপেক্ষা করো।

 

 (তথ্য: সংগ্রহীত)